• ঢাকা বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
logo

ঢাকাসহ চার জেলায় দুদিন ৭ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে

আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২৪, ১০:০৭
ফাইল ছবি।

ঢাকাসহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় বুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এবং বাকি জেলাগুলোর বিষয়ে জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে তিনি এ কথা জানান।

গত শুক্রবার রাত ১২টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিন কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে রোববার (২১ জুলাই) থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসে ছিল সাধারণ ছুটি। এর আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সে হিসেবে টানা পাঁচদিন পর বুধবার আংশিকভাবে খুলে দেওয়া হচ্ছে সরকারি অফিস।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ঢাকায় থাইল্যান্ডের চিকিৎসকদল
বদলে যাচ্ছে ইতিহাস, ঢাকার বয়স নিয়ে নতুন তথ্য
হত্যার আগে ধর্ষণ করা হয় রাবেয়াকে, গ্রেপ্তার ৩
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১