কোটা সংস্কার আন্দোলন
বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরাই সহিংসতায় জড়িত: বিপ্লব কুমার
কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরাই সহিংসতায় জড়িত ছিল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, সহিংসতার ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।
বুধবার (২৪ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
বিপ্লব কুমার সরকার বলেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী এবং আর্থিক মদতদাতাদের খুঁজে বের করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, সংহিসতার ঘটনায় তিন দিনে ঢাকায় ১ হাজার ৩৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর বিভিন্ন থানায় মামলা হয়েছে ১৫৪টি।
সহিংসতায় ঢাকার ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে ডিএমপি যুগ্ম কমিশনার বলেন, ঢাকায় মোট ৬৯টি স্থাপনায় হামলা হয়েছে। ৫৪টি ট্রাফিক বক্স পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলায় আর্থিক ক্ষতি ৮ কোটি ৭২ লাখ টাকার মতো।
মন্তব্য করুন