• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ফাইয়াজকে শিশু আইনে সুরক্ষা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

আরটিভি নিউজ

  ২৮ জুলাই ২০২৪, ১৭:১৩
ফাইল ছবি

পুলিশ হত্যায় মামলায় রিমান্ডে রয়েছেন ১৭ বছরের কিশোর ফাইয়াজ। তাকে শিশু আইন অনুযায়ী সুরক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৮ জুলাই) এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মো. খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় আদালত বলেন, এ ধরনের ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় সরকারের ভাবমূর্তি নষ্ট হতে পারে।

আদালত ফাইয়াজকে বাবা-মায়ের হেফাজতে নিতে আবেদন করতে আদেশ দিয়েছেন। এ দিন রাষ্ট্রপক্ষ ফাইয়াজকে রিমান্ডে নেওয়া হবে না বলে হাইকোর্টকে জানিয়েছে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় শনিবার (২৭ জুলাই) এ মামলায় ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাসহ সাতজনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। তাদের মধ্যে ঢাকা কলেজের ১৭ বছর বয়সী এক কিশোর শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজও রয়েছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি বান্ধবীকে ফিরে পেতে হাইকোর্টে মার্কিন যুবক
বায়ুদূষণ বন্ধে ৭ দিনের মধ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশ হাইকোর্টের
বায়ুদূষণ বন্ধে ৯ নির্দেশনা বাস্তবায়ন করতে হাইকোর্টের নির্দেশ
হাইকোর্টে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্লিপ গ্রহণ সিস্টেম চালু