• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

ঢাকা মেডিকেলে ভর্তি আহতদের মাঝে রেড ক্রিসেন্টের খাদ্যসামগ্রী বিতরণ

আরটিভি নিউজ

  ২৮ জুলাই ২০২৪, ১৭:৫৪
ছবি : সংগৃহীত

কোটা আন্দোলনকে ঘিরে সংঘটিত ঘটনাসমূহে ঢাকা মেডিকেলে ভর্তি গুরুতর আহতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

রোববার (২৮ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরী। এ সময় কবীর চৌধুরী অর্ধশতাধিক মানুষের মাঝে পথ্য হিসেবে খাদ্যসামগ্রীর প্যাকেজ বিতরণ করেন।

হাসপাতাল পরিদর্শনে গিয়ে তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন ডা. কবীর চৌধুরী। সমবেদনা প্রকাশ করে তিনি বলেন, ‘কোটা সংস্কারকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাসমূহে শ্রমজীবী সাধারণ মানুষ শারিরীক ও অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের পাশে থাকতে এবং তাদের মনোবল ফিরিয়ে আনতে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতা অব্যাহত থাকবে।’

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক এই উদ্যোগকে সাদরে গ্রহণ করে সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘রাজধানীর ও এর আশপাশ থেকে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে বর্তমানে ১৩৮ জন রোগী ভর্তি আছেন। এদের প্রায় সবাই রিকশাচালক, পোশাকশ্রমিক ও সাধারণ শ্রমজীবী মানুষ। পরিস্থিতির ভয়াবহতা বুঝে ওঠার আগেই তারা হামলার শিকার হন। বর্তমানে হাসপাতালের চিকিৎসকরা গুরুতর আহত এসব রোগীদের চিকিৎসাকেই প্রাধান্য দিচ্ছেন।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্ণাঢ্য আয়োজনে রেড ক্রিসেন্টের বিজয় দিবস উদযাপন
ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধে রেড ক্রিসেন্টের ২ মাসের কর্মসূচি
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে রেড ক্রিসেন্টের সদস্যদের সাক্ষাৎ
জেনেভায় আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ রেড ক্রিসেন্টের অংশগ্রহণ