সমন্বয়কদের ছেড়ে দেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়নি। তারা ঝুঁকিমুক্ত হয়েছেন এটা পুলিশ মনে করলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে।
রোববার (২৮ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা শিগগিরই চিন্তা করছি তাদের ঝুঁকিটা যদি মুক্ত হয়ে যায় তাহলে আমরা তাদের ছেড়ে দিতে পারব কি না, সেটি হিসাব-নিকাশ করছি। পুলিশ যদি মনে করে তারা ঝুঁকিমুক্ত, তাহলে তখনই তাদের ছেড়ে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘দেখুন, তারা নিজেরাই বলছিল তারা ঝুঁকিতে রয়েছে। সেজন্য আমরা তাদের নিরাপত্তার জন্য নিয়ে এসেছি।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কে বা কারা তাদেরকে প্ররোচনা দিয়েছে, পরবর্তীতে যে আন্দোলন সহিংস রূপ নিল- এগুলো আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি। এগুলোর উত্তরও তারা দিচ্ছে।’
এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ শনিবার সন্ধ্যায় হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে হেফাজতে নেয় ডিবি।
মন্তব্য করুন