• ঢাকা বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
logo

শপথ নিলেন হাইকোর্টের ৯ বিচারপতি 

আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২৪, ১৭:০৪
৯ বিচারপতি 
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দুই বছর আগে নিয়োগ পাওয়া অতিরিক্ত ৯ বিচারপতি স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ নেওয়া বিচারপতিরা হলেন-

১. মো. শওকত আলী চৌধুরী।
২. মো. আতাবুল্লাহ,।
৩. বিশ্বজিৎ দেবনাথ।
৪. জনাব মো. আলী রেজা।
৫. মো. বজলুর রহমান।
৬. কে, এম, ইমরুল কায়েশ।
৭. ফাহমিদা কাদের।
৮. মো. বশির উল্লাহ।
৯. এ, কে, এম, রবিউল হাসান।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঁইয়া শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জরুল হক ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রধান হলেন বিচারপতি জুবায়ের
স্বচ্ছ নির্বাচন করতে প্রয়োজন নমিনেশন বাণিজ্যমুক্ত প্রার্থী: বিচারপতি আব্দুর রউফ
পৃথক সচিবালয় চেয়ে প্রধান বিচারপতির চিঠি
সেনাসদস্যকে পেটানোর ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবীসহ গ্রেপ্তার ৩