• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যে বার্তা দিলো চীন

আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২৪, ১১:২১
সংগৃহীত ছবি

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ও সামাজিক শৃঙ্খলা ফিরে আসায় বন্ধু ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আনন্দিত চীন।

সোমবার (৩০ জুলাই) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এসব কথা বলেছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সামাজিক শৃঙ্খলা আবার শুরু হয়েছে। বাংলাদেশের বন্ধু ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে চীনা পক্ষ এতে আনন্দিত।’

লিন জিয়ান বলেন, ‘চীন ও বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ সাধারণ সমঝোতা পৌঁছানো হয়েছিল, যা দুদেশের অংশীদারিত্বকে আরও গভীর করতে এবং দুই দেশের জনগণকে আরও সুবিধা দিবে। ’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্টিগুয়ায় বড় হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু বাংলাদেশের
ভারতকে হারিয়ে এশিয়া কাপের প্রস্তুতি সারলো বাংলাদেশ
বাংলাদেশে আতিফের কনসার্ট, সাইবার হামলার রহস্য উন্মোচন
দেশের মাটিতে আমরাই ফেভারিট: জ্যোতি