• ঢাকা বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
logo

সাম্প্রতিক সহিংসতায় ৪ শিশুর মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২৪, ১২:৫২
ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত ৪ শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) হাইকোর্টে এ রিট করা হয়।

জানা গেছে, তৃণমূল বিএনপির মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার এই রিট দায়ের করেন। এতে নিহত প্রত্যেক পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চে বৃহস্পতিবার (১ আগস্ট) রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

আইনজীবী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, কোটা আন্দোলনে অংশ না নিয়ে ঘরে থেকে কেন শিশুরা গুলিবিদ্ধ হয়ে মারা গেল? রিটে যে চার শিশুর কথা উল্লেখ আছে তারা হলেন, নারায়ণগঞ্জের রিয়া গোপ, মিরপুরের সাফফাত, রায়েরবাগের আবুল আহাদ ও উত্তরার নাঈমা সুলতানা।

একইসঙ্গে জাতিসংঘের শিশু আইনের বাস্তবায়ন না থাকা নিয়েও প্রশ্ন তোলেন রিটকারী।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলা হাইকোর্টে বাতিল
খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল
পঞ্চদশ সংশোধনী বাতিলে হাইকোর্টে মির্জা ফখরুলের আবেদন
আ.লীগ-জাপাসহ ১১ দলের রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ চেয়ে রিট