• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

সীমিত পরিসরে চলছে যাত্রীবাহী ট্রেন

আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২৪, ১৩:১৮

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে টানা ১৩ দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে চালু হলো ট্রেন চলাচল।

বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে কারফিউ শিথিলের সময়ে স্বল্প দূরত্বের ট্রেনগুলো চালানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে।

আজ প্রথম দিনে ঢাকা থেকে ছাড়ছে ৫টি লোকাল ও কমিউটার ট্রেন। ট্রেনগুলোতে প্রথম দিনে যাত্রীর চাপ কম।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, কারফিউ শিলিথকালীন যেসব ট্রেন গন্তব্যে পৌঁছাতে পারবে প্রাথমিকভাবে ওইসব লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সীমিত পরিসরে লোকাল ও কমিউটার ট্রেন চালু হলেও এখনো বন্ধ রয়েছে আন্তঃনগর ট্রেন। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে দূরপাল্লার ট্রেনগুলো চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে রেল কর্তৃপক্ষ।

এর আগে কোটা সংস্কার আন্দোলন চলার সময় গত ১৬ জুলাই ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এরপর পরিস্থিতির অবনতি হলে ১৮ জুলাই থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বৃহস্পতিবার থেকে লোকাল ও কমিউটার ট্রেন চালু হলেও বন্ধ রয়েছে দূরপাল্লার আন্তনগর ট্রেন চলাচল।


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন
ছাত্রলীগ নেতাকর্মীসহ ৩৯১ জনের নামে মামলা
কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসির পাসের হার ৭১ দশমিক ১৫
আবু সাঈদ হত্যা: হঠাৎ আলোচনায় বেরোবি শিক্ষকের ফেসবুক পোস্ট