• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

সীমিত পরিসরে চলছে যাত্রীবাহী ট্রেন

আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২৪, ১৩:১৮

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে টানা ১৩ দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে চালু হলো ট্রেন চলাচল।

বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে কারফিউ শিথিলের সময়ে স্বল্প দূরত্বের ট্রেনগুলো চালানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে।

আজ প্রথম দিনে ঢাকা থেকে ছাড়ছে ৫টি লোকাল ও কমিউটার ট্রেন। ট্রেনগুলোতে প্রথম দিনে যাত্রীর চাপ কম।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, কারফিউ শিলিথকালীন যেসব ট্রেন গন্তব্যে পৌঁছাতে পারবে প্রাথমিকভাবে ওইসব লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সীমিত পরিসরে লোকাল ও কমিউটার ট্রেন চালু হলেও এখনো বন্ধ রয়েছে আন্তঃনগর ট্রেন। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে দূরপাল্লার ট্রেনগুলো চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে রেল কর্তৃপক্ষ।

এর আগে কোটা সংস্কার আন্দোলন চলার সময় গত ১৬ জুলাই ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এরপর পরিস্থিতির অবনতি হলে ১৮ জুলাই থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বৃহস্পতিবার থেকে লোকাল ও কমিউটার ট্রেন চালু হলেও বন্ধ রয়েছে দূরপাল্লার আন্তনগর ট্রেন চলাচল।


মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবু সাঈদ হত্যা: হঠাৎ আলোচনায় বেরোবি শিক্ষকের ফেসবুক পোস্ট
ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি, তালিকায় যে ৯২ পুলিশ কর্মকর্তা
রিকশার পাদানিতে গুলিবিদ্ধ নাফিজের মরদেহ, মামলা করলেন বাবা
আন্দোলন নিয়ে লেখা হায়দার হোসেনের গান যে কারণে প্রকাশ পায়নি