• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

আন্তর্জাতিক তদন্ত চান শিক্ষকরা

আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২৪, ১৭:৩৫
শিক্ষক
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার সব হত্যার ঘটনার আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন নিপীড়নবিরোধী শিক্ষকরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার সামনে এক সমাবেশে তারা এ কথা বলেন।

সমাবেশে বক্তারা জানান, বর্তমান সরকারের কোনো তদন্তে তাদের আর আস্থা নেই। তাই তারা সব হত্যার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন।

এ সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ জানান শিক্ষকরা। শিক্ষকদের বাসায়ও হামলার অভিযোগ জানিয়ে তারা অতি দ্রুত এসব বন্ধের আহ্বান জানান।

এ ছাড়া সমাবেশ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানানো হয়। আর শিক্ষার্থীরা কারাগারে থাকা অবস্থায় কোনো পাবলিক পরীক্ষা যেন না নেওয়া হয়, সেই দাবিও জানানো হয়।

সমাবেশ শেষে মিছিল করেন শিক্ষকরা। এ সময় শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর, রাজু স্মারক ভাস্কর্য ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ঢাবির ১০ শিক্ষক
উম্মে কুলসুম চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
জাবি শিক্ষক নেটওয়ার্কের সংবাদ সম্মেলন
৪৩তম বিসিএসে নন-ক্যাডারে সহকারী শিক্ষক পদে ১৩৮ জনের নিয়োগ