• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন ৯ বিচারপতির শ্রদ্ধা

আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২৪, ১২:৫৮
বিচারপতি
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী ৯ জন বিচারপতি।

শনিবার (৩ আগস্ট) সকাল পৌনে ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।

নয় বিচারপতি হলেন— বিচারপতি মো. শওকত আলী চৌধুরী, বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মো. আলী রেজা, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি কে এম ইমরুল কায়েশ, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি এ কে এম রবিউল হাসান।

বিচারপতিরা জাতির পিতার পরিবারের সব শহীদ ও বীর মুক্তিযোদ্ধার কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার-পরিজনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় মোনাজাত করেন।

হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুন্সী মশিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থায়ী এ নয় বিচারপতি দুই বছর আগে হাইকোর্টে নিয়োগ পান। গত ৩০ জুলাই স্থায়ী বিচারপতি হিসেবে তাঁদের শপথ দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথবাক্য পাঠ করান।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
কক্সবাজারে বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা গ্রেপ্তার
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রধান হলেন বিচারপতি জুবায়ের
স্বচ্ছ নির্বাচন করতে প্রয়োজন নমিনেশন বাণিজ্যমুক্ত প্রার্থী: বিচারপতি আব্দুর রউফ