• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

শিক্ষকদের সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২৪, ২৩:০২
ফাইল ছবি।

সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে গণভবনে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩ আগস্ট) রাতে ২৪টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক এবং ২৩টি কলেজের অধ্যক্ষের সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে, আজ বেলা ১১টায় গণভবনে চলমান পরিস্থিতির মধ্যে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ বৈঠকের বিষয় নিশ্চিত করেছে।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না। গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সবসময় খোলা।

এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন সরকারপ্রধান।

শনিবার বিকেল ৪টায় গণভবনে শ্রমিক সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। রোববার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় গণভবনে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ঢাবির ১০ শিক্ষক
আজ জাতীয় কন্যাশিশু দিবস
উম্মে কুলসুম চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত