রাজধানীর শাহবাগে সেনাবাহিনীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী।
সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তারা এ অভিনন্দন জানান।
এর আগে ‘হাসিনার পতন’, ‘ভুয়া ভুয়া’ ও ‘স্বৈরাচার বিদায়’ বলে স্লোগান দিতে দিতে শাহাবাগে জড়ো হন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের অনেককে রিকশায় করে পরিবার নিয়ে উল্লাস করতে দেখা যায়। ধীরে ধীরে বিভিন্ন এলাকা থেকে আসা জনতার ঢল নাম রাজধানীর প্রতিটি সড়কে।
পরে বিকেলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে ভাষণ দেন। তিনি বলেন, দেশে একটা ক্রান্তিকাল চলছে। সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ করেছিলাম। আমরা সুন্দর আলোচনা করেছি। সেখানে সিদ্ধান্ত নিয়েছি, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীন দেশের সব কার্যক্রম চলবে।