• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

শাহবা‌গে সেনাবা‌হিনী‌কে ফুল দিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২৪, ১৭:০৬

রাজধানীর শাহবা‌গে সেনাবা‌হিনী‌কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী।

সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তারা এ অভিনন্দন জানান।

এর আগে ‘হা‌সিনার পতন’, ‘ভুয়া ভুয়া’ ও ‘স্বৈরাচার বিদায়’ ব‌লে স্লোগান দিতে দিতে শাহাবা‌গে জড়ো হন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের অনেককে রিকশায় ক‌রে প‌রিবার ‌নি‌য়ে উল্লাস ক‌রতে দেখা যায়। ধীরে ধীরে বিভিন্ন এলাকা থেকে আসা জনতার ঢল নাম রাজধানীর প্রতিটি সড়কে।

পরে বিকেলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে ভাষণ দেন। তিনি বলেন, দেশে একটা ক্রান্তিকাল চলছে। সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ করেছিলাম। আমরা সুন্দর আলোচনা করেছি। সেখানে সিদ্ধান্ত নিয়েছি, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীন দেশের সব কার্যক্রম চলবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাঁদলেন বাবরের স্ত্রী, উচ্ছ্বাস সমর্থকদের
চট্টগ্রামে তারুণ্যের উচ্ছ্বাসের দিনব্যাপী কবিতা উৎসব ২২ নভেম্বর
উত্তাল বঙ্গোপসাগর, কুয়াকাটায় পর্যটকদের উচ্ছ্বাস
উত্তাল সমুদ্র, সৈকতে উচ্ছ্বাস থামছে না পর্যটকদের