ঢাকায় ফিরেছেন ড. ইউনূস

আরটিভি নিউজ

সোমবার, ০৫ আগস্ট ২০২৪ , ০৫:৩৩ পিএম


ঢাকায় ফিরেছেন ড. ইউনূস
ফাইল ছবি

ফ্রান্সে অনুষ্ঠিত প্যারিস অলিম্পিক থেকে দেশে ফিরছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। 

বিজ্ঞাপন

সোমবার (৫ আগস্ট) দুপুরের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

জানা গেছে, গত ২১ জুলাই প্যারিস অলিম্পিকে যান ড. ইউনূস। সেসময় তিনি দেশের সহিংস অবস্থা দেখে গেছেন।

বিজ্ঞাপন

এদিকে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মামুন বলেন, ‘ড. ইউনূস পৃথিবীর অলিম্পিকের তিন বিশেষ অতিথির একজন। উনার দেশ সম্পর্কে জানতে চাওয়ায় তিনি সেখানে বিবৃতি দিতে বাধ্য হয়েছেন। দেশে যে ছাত্র-জনতার ওপর গুলি হয়েছে, ৩২ জন শিশুকে হত্যা করা হয়েছে তিনি তা তুলে ধরেছেন।’

তিনি বলেন, ‘উনি বলেছেন দেশে একটি সঠিক সাধারণ নির্বাচন ছাড়া সরকার বসার কারণেই আজ এমনটা হয়েছে। তাই তিনি সাধারণ নির্বাচনের কথা উল্লেখ করেছেন। উনি একজন নাগরিক হিসেবে এ কথা বলেছেন।’ 

ব্যারিস্টার মামুন বলেন, ‘এটা শুধু তিনি নন। বাংলাদেশের প্রতিটি জায়গায় সবাই বলছে। অথচ তখন রাষ্ট্রদ্রোহ হয় না। আর ড. ইউনূস বলায় তা রাষ্ট্রদ্রোহ হয়। তাই তিনি দেশে আসেন।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission