• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

শেখ হাসিনার দেশত্যাগের খবর বিশ্ব সংবাদমাধ্যমে 

আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২৪, ১৭:৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ছোটবোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়েছেন। আজ সোমবার দুপুরে তিনি দেশ ত্যাগ করেন। খবরটি জাতীয় গণমাধ্যমের পাশাপাশি বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এতে আরও বলা হয়, শেখ হাসিনা ‘নিরাপদ আশ্রয়ের’ জন্য দেশ ছেড়েছেন। সঙ্গে শেখ রেহানাও আছেন।

এএফপির খবরে বলা হয়েছে, নিরাপদ আশ্রয়ের উদ্দেশে শেখ হাসিনা বোনক নিয়ে বাংলাদেশ ছেড়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এএফপি বলেছে, হাজারো মানুষ গণভবনে ঢুকে পড়েছে।

আল জাজিরা বলছে, একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন। তার সরকারি আবাস গণভবনে হাজারো মানুষ ঢুকে পড়েছে।

রয়টার্স বলছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন। বাংলাদেশও ছেড়ে গেছেন।

পশ্চিমবঙ্গের আনন্দবাজারের খবরে বলা হয়, বোন রেহানাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন’ ছেড়েছেন। তাকে হেলিকপ্টারে করে ‘নিরাপদ’ আশ্রয়ের উদ্দেশে পাঠানো হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারটি ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে ছেড়ে গেছে। তাকে বহনকারী হেলিকপ্টারটি উড়িয়ে নিয়ে গেছেন এয়ার কমোডর আব্বাস।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে মানা
শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের দুই মামলা  
দিনের ভোট রাতে হবে, এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র: রিজভী
শেখ রেহানা ও তার সন্তানদের বিরুদ্ধে ৩ মামলা, সহযোগী শেখ হাসিনা