• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর

আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২৪, ১৮:৩৪
প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর
সংগৃহীত ছবি

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর চালিয়েছেন বিক্ষোভকারীরা।

সোমবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে এ ভাঙচুর চালানো হয়।

জানা যায়, জনতা দেয়াল টপকে ১৯ হেয়ার রোডে অবস্থিত প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে পড়েন। তারপর বাসভবনে ভাঙচুর চালান। এ সময় বাসভবনের ভেতর থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন।

প্রধান বিচারপতির বাসভবন ছাড়াও ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন, ধানমন্ডির ৩/এ–তে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়েও আগুন দিয়েছেন। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন।

এর আগে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এসময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে যান। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শেষ সময়ে শেখ হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশসীমায় ভারত কোনো বিমান পাঠাতে পারে না। কারণ, তাতে আইন লঙ্ঘিত হতে পারে। ভারত থেকে জানানো হয়, শেখ হাসিনাকে আগে ভারতে পৌঁছতে হবে। তারপর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে।

হেলিকপ্টারে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যাওয়া যায় না। এ ক্ষেত্রে তার নিকটবর্তী অবতরণ স্থান ছিল আগরতলা বিমানবন্দর। সেখানেই নেমেছেন শেখ হাসিনা। আগরতলা থেকে তাকে বিশেষ বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হবে।


মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর, পরিদর্শনে সেনাবাহিনী
বদলি করায় কর্মকর্তাকে কর্মচারীর মারধর, অফিস ভাঙচুর
নর্দান ইউনিভার্সিটি ক্যাম্পাসে ভাঙচুর, যৌথবাহিনীর হাতে দুই সন্ত্রাসী আটক
ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি