• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

জুনাইদ আহমেদ পলকের বাসায় ভাঙচুর করে মালামাল লুট

আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২৪, ১৮:৪৯
সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের বাসায় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

এ সময় বাড়িতে থাকা মালামাল লুট করা হয়। সোমবার (৫ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

সিংড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসের বাসায়ও ভাঙচুর করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ও ভাঙচুর করে শত শত বিক্ষুব্ধ জনতা। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলামের বাসা, অপর যুগ্ম সম্পাদক রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তহিদুল ইসলামের বাসা ও কার্যালয় ভাঙচুর করে তারা।

সাবেক প্রতিমন্ত্রী পলকের বাসার সামনে একটি মোটরসাইকেলে আগুন দেয় তারা। শহরে পলকের ছবি সম্বলিত সাইনবোর্ডও ভাঙচুর করে শত শত বিক্ষুব্ধ জনতা।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই গ্রুপের মারামারি, সাবেক শ্রম প্রতিমন্ত্রীর ভাগ্নে নিহত
সাবেক প্রতিমন্ত্রী শহিদুজ্জমান কারাগারে
আওয়ামী লীগ চারিত্রিকভাবেই ফ্যাসিস্ট: টুকু
কলকাতায় দেখা গেছে সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুক ও প্রতিমন্ত্রী রাসেলকে