• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

সেনাপ্রধানের বক্তব্যের পর যা জানালো ইইউ

আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২৪, ২২:৩৭
ফাইল ছবি

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর শান্ত ও সংযমের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ সময় সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভ চলাকালীন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে সংস্থাটি।

সোমবার (৫ আগস্ট) এ আহ্বান জানায় ইইউ।

সংস্থাটি বলেছে, আমরা জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রদত্ত আশ্বাসের প্রতি লক্ষ্য রাখি যে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে পরিচালনা করা হবে এবং সব বেআইনি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করা হবে। এ সময় মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্বিচারে আটককৃতদের অবিলম্বে মুক্তিও দাবি করা হয়।

ইইউ বলেছে মানবাধিকার ও গণতান্ত্রিক নীতির প্রতি পূর্ণ সম্মান রেখে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রতি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ উত্তরণ নিশ্চিত করা অত্যাবশ্যক।

ইউরোপীয় ইউনিয়ন আরও বলেছে, বাংলাদেশের জনগণের নিবেদিত অংশীদার হিসেবে, তারা দেশের সমৃদ্ধি ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুর আর্মি ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান
সিরিয়ায় বিমান হামলায় ১৪ জনের প্রাণহানি
রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
বিডিআর বিদ্রোহের দিন কী ঘটেছিল, জানালেন সাবেক সেনাপ্রধান মইন