• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

জাতীয় সংসদ পরিষ্কারে নেমেছেন শিক্ষার্থীরা

আরটিভি নিউজ

  ০৬ আগস্ট ২০২৪, ১৭:১৮
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। সোমবার (৫ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। সে সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। এ সময় বিজয় উল্লাস করতে দলে দলে নেমে আসে দেশের সকল পেশার সাধারণ মানুষ। এরপর ছাত্র-জনতা সংসদ ভবন ও গণভবনে ঢুকে পড়ে উল্লাসে ফেটে পড়েন।

সংসদ ভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। এসময় যে যার মতো সংসদ ভবনে থাকা মূ্ল্যবান জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায়।

পরে আন্দোলতরত শিক্ষার্থীরা রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে এগিয়ে আসেন। সংসদ ভবনের মূল্যবান জিনিসপত্র ভাঙতে বাধা দেন। পাশাপাশি যারা এসব নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাদের কাছ থেকে নিয়ে নেন।

সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ আগষ্ট) শিক্ষার্থীরা সংসদ ভবন পরিষ্কার শুরু করেছেন। সেরকম একটি ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আশরাফুল ইসলাম শিমুল নামের একজন নিজের ফেসবুক পোস্টে ছবিটি দিয়ে লিখেছেন, এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে! শিক্ষার্থীরা সংসদ ভবন পরিস্কারের কাজে লেগে গেছে। এইভাবে দেশ পরিষ্কার হয়ে যাবে।

তার এই ছবিটি মুর্হুতেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেককেই ছবিটি নিজের টাইমলাইনে শেয়ার করছেন।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
মিশরে‌ বাংলাদেশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‌‘দারুল আজহার বাংলাদেশ’
ছাত্রলীগের নির্যাতনের ঘটনায় গণতদন্ত কমিশন হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ৪ স্কুলশিক্ষার্থীর