• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

গুমের শিকার মানুষদের ফিরিয়ে দেওয়ার আহ্বান সাবেক সেনা কর্মকর্তাদের

আরটিভি নিউজ

  ০৬ আগস্ট ২০২৪, ১৮:৪০
ছবি সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের শাসনআমলে গুম হওয়া সব মানুষকে তাদের স্বজনদের কাছে দ্রুত ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা।

মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে আয়না ঘরসহ সকল গুমের শিকার হওয়া বন্দিদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা।

এ সময় সাবেক বিগ্রেডিয়ার হাসান নাসির বলেন, এখনও পূর্ণরূপে দেশে বিপ্লব সফল হয়নি। দ্রুত ডিজিএফআই, পুলিশসহ বিভিন্ন বাহিনীকে পুনর্গঠিত করতে হবে। করে ওদের মধ্য থেকে কেউ যাতে দেশে কোনো বিপর্যয় সৃষ্টি করতে না পারে সেজন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, দেশে বহু মানুষ গুমের শিকার হয়েছেন। দেশে মায়ের ডাক ও অধিকার সংগঠনে অনেক গুম হওয়াদের লিস্ট আছে। দ্রুত ছেড়ে দিতে হবে তাদের।

এ ছাড়া সাবেক বিগ্রেডিয়ার আরও বলেন, সেনাবাহিনীর মধ্যে যে কোনো কিছু হলে কর্মকর্তাদের অবসরে দেওয়া হয়। সেনাবাহিনীকে স্বাধীনতা দিতে হবে। যাতে কোনো অবিচার হলে তারা ব্যবস্থা নিতে পারেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন পদের সাবেক ১৫-২০ জন কর্মকর্তারা।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেজরকে লাঞ্ছিত করায় গুলশান থানার এসি সোহেল প্রত্যাহার
সেনা কর্মকর্তা তানজিম হত্যায় আরও ২ জন গ্রেপ্তার
সেনা কর্মকর্তা হত্যা, ২৫ জনের নামে ২ মামলা
নিহত লেফটেন্যান্ট তানজিমের বাড়িতে সাবেক সেনা কর্মকর্তারা