• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

উপড়ে ফেলা হলো সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের সেই ভাস্কর্যটি

আরটিভি নিউজ

  ০৭ আগস্ট ২০২৪, ২০:০৫
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের হাইকোর্ট এনেক্স ভবনের সামনে থাকা ভাস্কর্যটি ভাঙচুরের পর উপড়ে ফেলা হয়েছে। কে বা কারা ভাস্কর্যটি ভেঙেছে তা জানা যায়নি।

বুধবার (৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে, গতকাল মঙ্গলবার সকালে ইস্পাতের তৈরি ভাস্কর্যটির হাত ও দাঁড়িপাল্লা ধরে থাকা হাত ভাঙা অবস্থায় দেখা যায়।

তবে ভাস্কর্যটি কে বা কারা উপড়ে ফেলেছে এ ব্যাপারে কিছু জানাতে পারেননি সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা।

২০১৬ সালের শেষ দিকে গ্রিক দেবী থেমিসের আদলে গড়া ন্যায়বিচারের প্রতীক এই ভাস্কর্যটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বসানো হয়েছিল। একপর্যায়ে হেফাজতে ইসলামসহ ইসলামপন্থী কয়েকটি দলের দাবির মুখে ২০১৭ সালের মে মাসে সুপ্রিম কোর্টের মূল ভবনের ফোয়ারার সামনে থেকে ভাষ্কর্যটি হাইকোর্ট এনেক্স ভবনের সামনে পুন:স্থাপন করা হয়।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের আত্মপ্রকাশ
বর্তমান শিক্ষাব্যবস্থায় ইসলামের কিছুই নেই 
নিম্ন আদালতের ১৬৮ বিচারককে একযোগে বদলি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম