ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

উপড়ে ফেলা হলো সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের সেই ভাস্কর্যটি

আরটিভি নিউজ

বুধবার, ০৭ আগস্ট ২০২৪ , ০৮:০৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের হাইকোর্ট এনেক্স ভবনের সামনে থাকা ভাস্কর্যটি ভাঙচুরের পর উপড়ে ফেলা হয়েছে। কে বা কারা ভাস্কর্যটি ভেঙেছে তা জানা যায়নি।

বিজ্ঞাপন

বুধবার (৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে, গতকাল মঙ্গলবার সকালে ইস্পাতের তৈরি ভাস্কর্যটির হাত ও দাঁড়িপাল্লা ধরে থাকা হাত ভাঙা অবস্থায় দেখা যায়।

তবে ভাস্কর্যটি কে বা কারা উপড়ে ফেলেছে এ ব্যাপারে কিছু জানাতে পারেননি সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

২০১৬ সালের শেষ দিকে গ্রিক দেবী থেমিসের আদলে গড়া ন্যায়বিচারের প্রতীক এই ভাস্কর্যটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বসানো হয়েছিল। একপর্যায়ে হেফাজতে ইসলামসহ ইসলামপন্থী কয়েকটি দলের দাবির মুখে ২০১৭ সালের মে মাসে সুপ্রিম কোর্টের মূল ভবনের ফোয়ারার সামনে থেকে ভাষ্কর্যটি হাইকোর্ট এনেক্স ভবনের সামনে পুন:স্থাপন করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |