• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানালো সুইজারল্যান্ড

আরটিভি নিউজ

  ০৮ আগস্ট ২০২৪, ০৭:৩২
অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানালো সুইজারল্যান্ড
ছবি : সংগৃহীত

বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও সংশ্লিষ্টদের ইচ্ছার প্রতিফলন করে একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে সুইজারল্যান্ড।

বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে দূতাবাস বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও সংশ্লিষ্টদের ইচ্ছার প্রতিফলন করে একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রচেষ্টাকে স্বাগত জানায়।

বিবৃতিতে সবাইকে শান্ত, সংযম ও একটি শান্তিপূর্ণ উত্তরণে গুরুত্ব দিতে আহ্বান জানানো হয়। যাতে মানবাধিকার এবং গণতান্ত্রিক নীতিগুলোকে সমুন্নত থাকে।

বিশেষ করে ধর্মীয় ও আদিবাসী সংখ্যালঘুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সতর্ক থাকতে বলা হয় বিবৃতিতে।

মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে এতে।

বিবৃতিতে বলা হয়, সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে তাদের অংশীদারত্ব ও সহযোগিতা অত্যন্ত মূল্যায়ন করে। সামাজিক সংহতিকে শক্তিশালী করতে এবং সব নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশের নতুন সরকার কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করছি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হত্যার বিচার না করতে পারলে আমাদের বাঁচার অধিকার নেই: আইন উপদেষ্টা
সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা 
অন্তর্বর্তী সরকারের ৫ মাসে গুণগত কোনো পরিবর্তন দেখছি না: মান্না
অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ