• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ডিবি থেকে ১০ লাখ টাকা নিয়ে পালানোর সময় এসআই আটক

আরটিভি নিউজ

  ০৯ আগস্ট ২০২৪, ০২:৪৪

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। এরপরই সাধারণ জনগণ গণভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ঢুকে হামলা-ভাঙচুর করে এবং বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে। এমতাবস্থায় খালি পরে থাকে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো।

বুধবার (৭ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয় থেকে ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে এক এসআই।

সেই কর্মকর্তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তবে, স্থানীয়রা জানান, সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। তাদের হাতে ওই এসআইকে তুলে দেওয়া হবে।

এর আগে গত ৫ আগস্ট ডিএমপির অধীন বেশিরভাগ থানায় হামলা-ভাঙচুর হয়। এতে থানায় অবস্থান করা পুলিশ সদস্যরা নিরাপদ স্থানে পালিয়ে যান। ফাঁকা পড়ে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনাগুলো।

এদিকে, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার পর এবার পুলিশের আরো চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ লাখ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ মঙ্গলবার
ফুডি’র ১০ লাখ অর্ডার ডেলিভারির মাইলফলক
বিজ্ঞানীদের সতর্কতা ভেঙে মঙ্গলে ১০ লাখ বসতি গড়তে চান ইলন মাস্ক
সিরিয়ায় তুরস্কের হামলা, পানি বঞ্চিত ১০ লাখ মানুষ