• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

মধ্যপ্রাচ্যে গ্রেপ্তার প্রবাসীদের মুক্তির ব্যবস্থা নিতে আহ্বান

আরটিভি নিউজ

  ০৯ আগস্ট ২০২৪, ১৪:৫০
শায়খ আহমাদুল্লাহ
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে দেশজুড়ে সৃষ্ট পরিস্থিতির উত্তাপ ছড়ায় মধ্যপ্রাচ্যেও। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বিভিন্ন দেশে মিছিল-সমাবেশ করে অনেক প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। তাদের মুক্ত করতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

শুক্রবার (৯ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ বিষয়ে একটি পোস্ট করেন।

ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেক প্রবাসী বাংলাদেশি বৈষম্য-বিরোধী আন্দোলনের প্রতি একাত্মতা ও সমর্থন প্রকাশের জন্য মিছিল-সমাবেশ করে গ্রেপ্তার হয়েছেন। সেসব দেশে যে মিছিল-সমাবেশ নিষিদ্ধ, তা হয়ত তারা জানতেন না অথবা বিবেকের তাড়নায় ও আবেগের বশবর্তী হয়ে এ কাজ করে গ্রেপ্তার ও বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছেন।’

তিনি বলেন, ‘নতুন সরকারের উচিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের মুক্ত করার ব্যবস্থা করা; প্রয়োজনে দেশে ফিরিয়ে আনা। আশা করি, তারা প্রবাসী ভাইদের মুক্ত করতে জরুরি পদক্ষেপ নেবেন।’

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি টাকায় হজ করা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
‘মব জাস্টিস’ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
মাজারে দান করা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
রাষ্ট্রধর্ম প্রসঙ্গে যা বললেন শায়খ আহমাদুল্লাহ