• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে গুগল ইঞ্জিনিয়ার জাহেদ সবুরের স্ট্যাটাস

আরটিভি নিউজ

  ০৯ আগস্ট ২০২৪, ২০:৫০
ফাইল ছবি

ছাত্রজনতার আন্দোলনের মুখে বাংলাদেশের প্রাচীনতম দল আওয়ামী লীগের গঠিত সরকারের পতন হয়। এমনকি আন্দোলনের মুখে দেশ ছেয়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নিয়েছেন ভারতে। তার দেশ ছাড়ার পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এরপর ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে গুগল ইঞ্জিনিয়ার জাহেদ সবুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে তিনি ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, অভিনন্দন ড. মুহাম্মদ ইউনূস! বিগত সরকার এই মানুষটাকে কতই না অসন্মান আর হেনস্থা করেছিল। আজকে তারা কোথায়, কোথায় তাদের ক্ষমতা।

‘তবু কেন জানি শিক্ষা হয় না আমাদের। সুযোগ পেলেই অন্যকে হেনস্থা করার কি অসভ্য প্রতিযোগিতাই না চলে আমাদের সমাজে।’

জাহেদ সবুর আরও লিখেছেন, অন্যকে অসন্মান করে কেউ কোনদিন সন্মানিত হয়নি। অন্যকে ছোট করে কেউ কোনদিন বড় হতে পারেনি। যে বড় সে শেষ পর্যন্ত সামগ্রিকভাবে বড়ই থেকে যায়। আর অন্যকে হেনস্থা করে যে, সে শুধুই নিজের কদর্যতা এবং ব্যর্থতার পরিচয় দিয়ে যায়। আশা করি কোন একদিন আমরা এই চিরন্তন সত্যটি উপলদ্ধি করতে পারবো।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সচিবালয়ে আগুন: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ২টি তদন্ত কমিটি গঠন
৬৩৪ কোটি টাকায় এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার
অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার
ফের বাড়ল সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমার সময়