• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য মাকসুদ কামাল

আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২৪, ১৫:৩১

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। এ ছাড়া পদত্যাগপত্র জমা দিয়েছেন ৭টি হলের প্রভোস্ট।

শনিবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে তিনি এ পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ বাছার।

একটি সূত্র জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই পদত্যাগপত্র জমা দেন উপাচার্য। এর আগে গত বছরের ৪ নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থানে ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

এ ছাড়া যে সাতটি হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিজয় একাত্তর হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, রোকেয়া হল এবং শামসুন নাহার হল।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়