• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

মোহাম্মদপুর থানা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা

আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২৪, ১৬:৩১
সংগৃহীত
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সরকারের পতনের পর মোহাম্মদপুর থানায় হামলার ঘটনা ঘটেছিল। ভাঙচুর করা হয়েছিল ভেতর-বাহির। সেদিন থেকেই এ থানার কার্যক্রম বন্ধ ছিল। অবশেষে শুক্রবার ( ৯ আগস্ট) থেকে চালু হয়েছে থানাটি। তবে থানার ভেতর বাহিরে জমে ছিল অনেক ময়লা ও আবর্জনা। সেই সব ময়লা-আবর্জনা শিক্ষার্থীরা এখন পরিষ্কার করছে।

শনিবার (১০ আগস্ট) সকাল থেকে তারা এই কার্যক্রম শুরু করেছেন বলে জানা গেছে। জানা যায়, শিক্ষার্থীরা থানাটিকে পরিষ্কার করার জন্য গতরাতেই উদ্যোগ নেন। তারই অংশ হিসেবে তারা আজ সকালে থানাটিতে যান এবং পরিষ্কার করতে শুরু করেন।

থানা পরিষ্কারের কাজে অংশ নিচ্ছে মোহাম্মদপুর এলাকার বিভিন্ন স্কুল ও কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। তারা স্বতঃস্ফূর্তভাবে পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে থানাটিকে ঝকঝকে করে তুলছেন। এ সময় তাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে দুপক্ষের সংঘর্ষ, বৃদ্ধ খুন 
শিশুপার্কে আনন্দে দিন কাটল শতাধিক এতিম শিক্ষার্থীর
চব্বিশের আন্দোলনকারীদের প্রকাশ্যে ‌‌‌‘টোকাই’ বলে আ.লীগ নেতার কটাক্ষ
পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা