• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

এক্সপ্রেসওয়েতে চলছে যানবাহন, টোল নেওয়ার কেউ নেই

আরটিভি নিউজ

  ১১ আগস্ট ২০২৪, ১১:১৮
ছবি সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুটি টোল প্লাজায় আগুন দেওয়া হয়। তারপর থেকেই এতে যান চলাচল বন্ধ হয়ে ছিল। আবারও অনানুষ্ঠানিকভাবে যানচলাচল শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। তবে টোল প্লাজায় কেউ না থাকায় টোল ছাড়াই এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল করছে।

শনিবার (১০ আগস্ট) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দেখা গেছে, টোল প্লাজার বেশিরভাগ চেক পয়েন্ট বন্ধ থাকলেও একটি বা দুটি করে পয়েন্ট খোলা আছে। কিন্তু চেক পয়েন্টে কোনও মানুষ নেই। ফলে কোনোপ্রকার টোল দেওয়া ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল করছে। এসব গাড়িগুলো বিমানবন্দর, কুড়িল ও বনানী র‍্যাম্প ব্যবহার করে এক্সপ্রেসওয়েতে উঠছে।

এর আগের তিন-চার দিনও এক্সপ্রেসওয়ে দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন যানচলাচল করেছে। ওই সময় মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল করছে। তবে রোববার এসব অযান্ত্রিক যান চলাচল করতে দেওয়া হয়নি।

সার্বিক বিষয়ে জানতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক এএইচএম সাখাওয়াত আখতারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বার্লিনে প্যাসেঞ্জার ট্রেনে অগ্নিকাণ্ড
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনে নিহত ১
পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন, ৫ আসামি কারাগারে
রাজধানীতে সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার ৫