• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

আগে দেশের মানুষ ইলিশ পাবে, পরে রপ্তানি: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আরটিভি নিউজ

  ১১ আগস্ট ২০২৪, ১৬:৩০
সংগৃহীত
ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশবাসী ইলিশ পাবে না, আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে। এরপর রপ্তানি করা হবে।

রোববার (১০ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এ সিন্ডিকেট ভাঙতে হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দেশের মানুষ ইলিশ পাবে না, আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে। এরপর রপ্তানি করা হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সকল খাদ্যপণ্য ভেজালমুক্ত করতে হবে। সেইসাথে বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে। এ জন্য সরবরাহ বাড়াতে হবে।

এদিকে, দেশে ইলিশ মাছের দাম বেশি হলেও, তা রফতানি করা হচ্ছে; ফলে রপ্তানি বন্ধ করা হবে কি না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ফরিদা আখতার বলেন, দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে, সেই উদ্যোগ নেওয়া হবে।

ফরিদা আখতার বলেন, ডিম, দুধ, মাছ ইত্যাদি জিনিসপত্রের দাম কমাতে হবে। পারবেন কি না, পরের কথা; দায়িত্ব হলো দাম কমানোর।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রয়টার্সের মনগড়া বক্তব্যযুক্ত প্রতিবেদন নীতিমালা পরিপন্থী: প্রধান উপদেষ্টার প্রেস উইং
মধ্যপ্রাচ্যে ইলিশ রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে: ফরিদা আখতার
সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক
বাংলাদেশ ধর্মীয় সহনশীলতার মূল্যায়নে বিশ্বে অনন্য: পররাষ্ট্র উপদেষ্টা