যেদিন থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু
সহিংসতা ও নাশকতার মধ্যে নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকার পর আগামীকাল সোমবার থেকে আবারও সারাদেশে ট্রেন চলাচল শুরু করবে। তবে আগামীকাল ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন ও ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তনগর ট্রেন পর্যায়ক্রমে চলবে।
রোববার (১১ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আগামীকাল সোমবার থেকে ট্রেন চলাচল শুরু হলেও ১৫ আগস্ট থেকে আন্তনগরসহ পুরোদমে ট্রেন চলবে।’
বাংলাদেশ রেলওয়ের পরিচালক জনসংযোগ মো. নাহিদ হাসান খান গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। আন্তনগর ট্রেনের টিকিট আগামীকাল বিকাল ৫টা থেকে ক্রয় করা যাবে।
গত ১৯ জুলাই থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়। তবে ২৫ জুলাই থেকে তেলবাহী ও গুরুত্বপূর্ণ পণ্যবাহী ট্রেন বিশেষ ব্যবস্থায় চলেছে। মাঝে সীমিত পরিসরে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হলেও আন্তনগর ট্রেন চলাচল শুরু থেকে এখন পর্যন্ত বন্ধই রয়েছে।
গত ৩ আগস্ট থেকে সারাদেশে আবারও ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে করে লোকাল ও কমিউটার ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।
মন্তব্য করুন