• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

আদালতে কোনো সিন্ডিকেটের খবর পেলেই ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

আরটিভি নিউজ

  ১২ আগস্ট ২০২৪, ০০:০০
অ্যাটর্নি জেনারেল
সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আদালতে কোনো সিন্ডিকেটের তথ্য জানা মাত্রই ব্যবস্থা নেওয়া হবে। হাইকোর্টে কোনো হস্তক্ষেপ হবে এটা আমি চিন্তাও করি না। সিন্ডিকেট কেউ করে থাকলে আমাদের জানাবেন। জানানো মাত্রই ব্যবস্থা নেওয়া হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার কোনো সিন্ডিকেট করবেন এটা তার শত্রুও বিশ্বাস করবে না।

রোববার (১১ আগস্ট) অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, এরই মধ্যে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি তিনি দ্রুত দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এ জায়গাটি উন্নত করবেন।

অনেক ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন, অনেক রুমে তালা লাগানো। এ বিষয়ে পদক্ষেপ কী জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা দ্রুত এ সমস্যার সমাধান করবো। বাংলাদেশের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনাটাই হলো অনিয়মের বিরুদ্ধে। এসব অনিয়ম, অনাচারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। আশা করি মানুষের সে আশার আলোয় প্রভাবিত হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে যাবে অন্তর্বর্তী সরকার।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাহস থাকলে দেশে আসুন, হাসিনাকে অ্যাটর্নি জেনারেল
জুলাই হত্যাকাণ্ডে জড়িত পলাতকদের ফিরিয়ে আনা হবে: অ্যাটর্নি জেনারেল
আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল
সাবেক অ্যাটর্নি জেনারেলসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা