• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

পণ্যবাহী ট্রেন চলাচল আজ থেকে শুরু 

আরটিভি নিউজ

  ১২ আগস্ট ২০২৪, ০৮:৩৮
ফাইল ছবি।

পণ্যবাহী ট্রেন চলাচল আজ থেকে শুরু হচ্ছে। রোববার (১১ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (১২ আগস্ট) সকাল ৬টা ১০ মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে একটি পণ্যবাহী ট্রেন। সকাল ৯টা নাগাদ ছাড়ার কথা রয়েছে আরও একটির।

এদিকে, গতকালের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল থেকে স্বল্প দূরত্বে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হবে। আর বৃহস্পতিবার থেকে চলবে আন্তঃনগর ট্রেনগুলো। এ লক্ষ্যে এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

তবে আন্তঃনগর ট্রেনগুলোর নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। অবশ্য বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্য কাজে যোগ দিলে, সে শঙ্কা কাটবে বলে মনে করেন তারা।

এদিকে, আগামী ১৭ আগস্ট থেকে বন্ধ থাকা মেট্রোরেল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১১ আগস্ট) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, শনিবার (১০ আগস্ট) ডিএমটিসিএলের একটি সূত্র গণমামাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছিল, কবে নাগাদ মেট্রো চলাচল শুরু হবে, তা অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত করবে। দুই স্টেশন ছাড়া ১৪ স্টেশনে মেট্রোরেল যেকোনো সময় চালু করা সম্ভব।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাত থেকে বন্ধ হচ্ছে পণ্যবাহী ট্রেন চলাচল