দেশের পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরলেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশি কূটনীতিকদের কাছে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার (১২ আগস্ট) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফ করেন তিনি।
এ বৈঠকে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত জাপান, ভারত, জার্মান, ব্রিটিশ, কানাডা, রাশিয়া, ইইউ, স্পেন, ইতালি, অস্ট্রেলিয়া, মালয়শিয়া, তুরস্ক, সুইজারল্যান্ড, চীনসহ অন্তত ৬০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
উপদেষ্টার আগের ব্রিফিংগুলোতে তার টার্গেট ছিল ছাত্র-জনতার সর্বাত্মক আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলি, হত্যা তথা নিষ্ঠুরতার বিরুদ্ধে বিদেশি বন্ধু উন্নয়ন সহযোগীদের উদ্বেগ নিরসন। কর্মকর্তারা আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের স্বপক্ষে নানা যুক্তি তুলে ধরে সফাই বয়ান তৈরি করেছিলেন।
তবে আজকের ব্রিফিংয়ের ধরন ছিলো সম্পূর্ণ ভিন্ন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে বিদেশি রাষ্ট্রদূতদের আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন