স্বাস্থ্য অধিদপ্তরের অবৈধ পদায়ন বাতিলের প্রজ্ঞাপন স্থগিত
চাপের মুখে প্রজ্ঞাপন জারির একদিন যেতে না যেতেই শতাধিক অবৈধ পদায়ন বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত রোববার (১১ আগস্ট) স্বাস্থ্যখাতে সিনিয়র স্কেল ক্যাডার (৬ষ্ঠ গ্রেড) পদে বিভিন্ন সময়ে পদায়িত শতাধিক এডহক ও প্রকল্পভুক্ত চিকিৎসকদের পদায়ন বাতিলের প্রজ্ঞাপন জারি করেছিল অধিদপ্তর। বিধি মোতাবেক ক্যাডার কর্মকর্তাদের পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এসব পদে।
কিন্তু একদিন পরই সোমবার (১২ আগস্ট) এডহক ও প্রকল্পভুক্ত চিকিৎসকেরা অধিদপ্তরে অবস্থান নিলে আগের দিন ঘোষিত প্রজ্ঞাপন স্থগিত করা হয়। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্দেশনা চেয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়, ‘স্বাস্থ্য অধিদপ্তরের ১১ আগস্ট জারিকৃত প্রজ্ঞাপনটি স্থগিত করে পরবর্তী নির্দেশনার জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হলো।’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘আমি এখন দ্বিমুখী চাপের মধ্যে পড়েছি। একদিকে ক্যাডার অন্যদিকে এডহকরা। সুষ্ঠু সমাধান পেতে বিষয়টি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আগের দিনের প্রজ্ঞাপন প্রকাশের আগে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো। এডহকরা ১৫-১৬ বছর ধরে একই জায়গায়। অন্যদিকে পদোন্নতি দেওয়ার পর ক্যাডাররা যে মামলা করেছে, সেটি পিএসসি পর্যন্ত পৌঁছেছে। তাদেরও একটা সিদ্ধান্তের ব্যাপার রয়েছে। জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের মতামতের বিষয়ও আছে। কোন প্রক্রিয়ায় এডহকদের জ্যেষ্ঠতা দেওয়া হবে সেটিই বড় বিষয়। তাই মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দেওয়া হয়েছে।’
মন্তব্য করুন