• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন যারা

আরটিভি নিউজ

  ১৩ আগস্ট ২০২৪, ১২:১৮
ছবি: সংগৃহীত

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

মঙ্গলবার (১৩ আগস্ট) তাদেরকে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন- অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া, অ্যাডভোকেট মোহাম্মদ আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক।

এর আগে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাসহ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ জন আইন কর্মকর্তা (ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল) পদত্যাগ করেন। গত ৭ আগস্ট প্রথমে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোর্শেদ এবং পরবর্তীতে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন পদত্যাগ করেন। এরপর গত ৮ আগস্ট আরও দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী পদত্যাগ করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেসামরিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী
স্কয়ার টয়লেট্রিজে নিয়োগ, আবেদন অনলাইনে
অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে সিইসি নিয়োগ
সিঙ্গাপুরের নাগরিক দাবি করে সুরক্ষা চাইলেন এস আলম