• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

বাংলাদেশে সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত চান জাতিসংঘ মহাসচিব

আরটিভি নিউজ

  ১৩ আগস্ট ২০২৪, ১৩:১৪
অ্যান্তোনিও গুতেরেস
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া সব সহিংসতার ঘটনায় পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের ওপর জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সোমবার (১২ আগস্ট) নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের দপ্তরের উপ-মুখপাত্র ফারহান হক এক বিবৃ‌তিতে এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন মহাসচিব এবং মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। তি‌নি পরিস্থিতি শান্ত করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় সংসদ নির্বাচন করার ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।

তিনি আরও বলেন, সংসদ নির্বাচনের দিকে দেশটি (বাংলা‌দেশ) যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান জানিয়েছেন মহাসচিব। তি‌নি নারী, যুব সম্প্রদায় এবং সমাজের সবার কথা শোনারও আহ্বান জানান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দেওয়ার দাবি নাগরিক কমিটির
কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন
টানা তৃতীয়বার জাতিসংঘ সিডিপির সদস্য হলেন ড. দেবপ্রিয়
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় প্রাণহানি ছাড়িয়ে গেল ৪৫ হাজার