• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ঢাকায় কার্যক্রম শুরুর বিষয়ে ভারতীয় ভিসা সেন্টারের নতুন সিদ্ধান্ত

আরটিভি নিউজ

  ১৩ আগস্ট ২০২৪, ১৮:১০
ফাইল ছবি।

সম্প্রতি বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার বা ভিসা আবেদন কেন্দ্র সার্বিক পরিস্থিতি বিবেচনায় বন্ধ ঘোষণা করা হয়। তবে বর্তমান পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়ে আসায় ভারতীয় ভিসা সেন্টার তাদের কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করেছে।

ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি-জেএফপি) সীমিত পরিসরে আবার তাদের কার্যক্রম শুরু করেছে। তাদের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

আইভিএসিবিডি’র ওয়েবসাইটে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আবেদনকারীরা তাদের পাসপোর্ট সংগ্রহ সম্পর্কিত আলাদা বার্তা পাবেন। নির্দেশনাসহ এসএমএস পাওয়ার পরই কেবল আইভিএসিতে হাজির হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।’

তবে কার্যক্রম সীমিত পরিসরে চলায়, ভিসা প্রক্রিয়াকরণে সময় বেশি লাগতে পারে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার (৭ আগস্ট) রাতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধের ঘোষণা দেয় আইভিএসি। তাদের ওয়েবসাইটে দেওয়া বার্তায় বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব আইভিএসি বন্ধ থাকবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিগগিরই শুরু হবে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম
ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা