• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

রাজশাহী সেনানিবাস পরিদর্শন করলেন সেনাপ্রধান

আরটিভি নিউজ

  ১৩ আগস্ট ২০২৪, ১৮:৩৫
ছবি : আইএসপিআর

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার, রাজশাহী সেনানিবাস পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) তিনি রাজশাহী সেনানিবাস পরিদর্শন করেন বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে বলা হয়, পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান সেনাসদস্যদের সাথে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তিনি স্থানীয় অসামরিক প্রশাসনের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি), জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া, কমান্ড্যান্ট বিআইআরসি ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার রাজশাহী, স্থানীয় অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস ও বিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্পিরিটস অব জুলাই কনসার্টে ভেন্যু চার্জ নেবে না সেনাবাহিনী
টঙ্গীর ইজতেমা মাঠের উত্তেজনা ঢামেকেও, সেনাবাহিনী-পুলিশ মোতায়েন
বাংলাদেশ-ভারতের সেনাবাহিনীর উচ্চপর্যায়ের অফিসারদের সাক্ষাৎ
এসএসসি পাসে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ