• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

সাবেক এমপিদের মালামাল সরাতে দিলেন না শিক্ষার্থীরা

আরটিভি নিউজ

  ১৩ আগস্ট ২০২৪, ১৯:১৬
ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ন্যাম ভবনের বাসা থেকে সাবেক সংসদ সদস্যরা ট্রাকে করে তাদের মালামাল নিয়ে যাচ্ছিলেন। এ সময় মালামালসহ কয়েকটি ট্রাক আটকে দেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা বলছেন, এ মুহূর্তে কোনো মালামাল নিয়ে যাওয়ার কথা নয়। তবুও কয়েকজন সাবেক সংসদ সদস্য ট্রাক নিয়ে এসে তাদের মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীরা বলেন, কুষ্টিয়া-৪ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য আবদুর রউফ তিন থেকে চারটি ট্রাক এনে ন্যাম ভবনের বাসা থেকে মালামাল নিয়ে যাচ্ছিলেন। এ সময় আমরা দেখতে পেয়ে ট্রাকগুলো আটকে দেই। এ ছাড়া ভারতে নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়েও ন্যাম ভবনের বাসা থেকে তাদের মালামাল নিয়ে যাচ্ছিলেন। তবে তিনি পালিয়ে গেছেন।

তারা আরও বলেন, সেনাবাহিনী ও শেরেবাংলা নগর থানায় খবর দেওয়া হয়েছে। তারা এসে এসব মালামালের বিষয়ে ব্যবস্থা নেবেন।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বগুড়ার সাবেক এমপির এপিএস গাইবান্ধায় গ্রেপ্তার
সাবেক এমপি ওদুদসহ ২৩ জনের নামে মামলা
নিলামে উঠছে সাবেক এমপিদের বিলাসবহুল ৫২ গাড়ি