• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

মার্কিন পররাষ্ট্র দপ্তর

শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের অভিযোগ হাস্যকর!

আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২৪, ১০:৩৭
ফাইল ছবি

জনরোষে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালানোর পর আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পেছনে মার্কিন ষড়যন্ত্র আছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে এসব অভিযোগকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মঙ্গলবার (১৩ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত শেখ হাসিনার অভিযোগকে হাস্যকর বলেন।

বেদান্ত প্যাটেল বলেন, ‘এটা হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত ছিল, এমন কোনো ধারণা একেবারেই মিথ্যা।

তিনি বলেন, ‘আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিমূলক খবর দেখেছি এবং আমরা ডিজিটাল ইকোসিস্টেমজুড়ে তথ্যের সত্যতা আরও শক্তিশালী করার জন্য অবিশ্বাস্যভাবে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমাদের অংশীদারদের সাথে।’

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশ বিক্ষোভে উত্তাল হয়েছে ওঠে। সপ্তাহব্যাপী বিক্ষোভের ঘটনায় ৪০০ জনের বেশি মানুষ নিহত হলে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সাত সুইং স্টেটের ৪টিতে এগিয়ে ট্রাম্প
নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন আমেরিকানরা
মাদরাসাবিরোধী আইন বাতিল করলো ভারতের সুপ্রিম কোর্ট