• ঢাকা রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
logo

গুমের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২৪, ১৩:২৬
সংগৃহীত ছবি

গুমের সঙ্গে রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা জড়িত এবং তাদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ‘মায়ের ডাক’।

বুধবার (১৪ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেন গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠনটির অন্যতম সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।

তিনি বলেন, ‘আমরা জিয়াউল আহসান ও তারেক সিদ্দিকের মতো কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবি জানাই, যারা গুমের সঙ্গে জড়িত ছিলেন। আমরা সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি।’

একইসঙ্গে এই সময়ের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রকাশ করার দাবিও জানান তিনি।

এর আগে, রোববার (১১ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছিল সংগঠনটি। একই সঙ্গে গুমের শিকার ব্যক্তিদের আয়নাঘরের মতো বন্দিশালা থেকে নিঃশর্ত মুক্তি দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি এবং জাতিসংঘ ও নাগরিকদের তত্ত্বাবধানে দ্রুত একটি কমিশন গঠন করার দাবি জানায় তারা।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী চিকিৎসককে মারধর, জড়িতদের গ্রেপ্তার দাবিতে আল্টিমেটাম
চাকরির বয়সসীমা ৩২ প্রত্যাখ্যান, ৩৫ করতে ৩ দিনের আল্টিমেটাম 
ফের আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা
এ সপ্তাহেই রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের আল্টিমেটাম