• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

বাংলাদে‌শি কর্মীদের সুখবর দিলো সৌদি রাষ্ট্রদূত

আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২৪, ১৩:৩৬
বাংলাদেশে নিযুক্ত সৌ‌দি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান (সংগৃহীত ছবি)

বাংলাদেশে নিযুক্ত সৌ‌দি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, ‘বাংলাদে‌শি কর্মীদের আজ থেকে পুনরায়‌ ভিসা দেওয়া শুরু করেছে দূতাবাস।’

বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

সৌ‌দি রাষ্ট্রদূত বলেন, ‘আজ‌ আমরা পুনরায় ভিসা দেওয়া শুরু করে‌ছি। সৌ‌দি দূতাবাস এখন সব ধরনের সেবা দেওয়া শুরু করেছে। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক থাকাকালে প্রতি‌দিন গড়ে পাঁচ হাজার ভিসা ইস‌্যু করা হতো।’

বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ও সৌ‌দির মধ্যে ঐ‌তিহা‌সিক সম্পর্ক রয়েছে। আমরা অর্থনৈ‌তিক ইস‌্যু, ভিসা ইস‌্যুসহ বি‌ভিন্ন বিষয়ে আলাপ ক‌রে‌ছি। আমরা আশা কর‌ছি, দ্রুতই বাংলাদেশে স্থি‌তিশীলতা ও শা‌ন্তি ফিরে আসবে। বাংলাদেশ স্থি‌তিশীলতা উপভোগ করবে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সৌ‌দিতে অ‌্যাসাইলাম চাওয়ার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ‘এরকম কিছু আমি শু‌নিনি।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওমরাহ পালনকারীদের জন্য সুখবর
চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভিসা নীতিকে সহজ করল পাকিস্তান
সুখবর দিলো বিআরটিএ
বিপিএল শুরুর আগে বড় সুখবর পেলেন মাহেদী-তাসকিনরা