অন্তর্বর্তী সরকারের মাধ্যমে নির্বাচনের চেষ্টাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ
অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করা ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
মঙ্গলবার (১৩ আগস্ট) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয় এ তথ্য জানিয়ে একটি বিবৃতি দিয়েছে।
এতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পথে হাঁটছে বাংলাদেশ। দেশের সাধারণ জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের মতামতের সমন্বয়ে আগামী সপ্তাহগুলোয় প্রতিটি প্রচেষ্টা অব্যাহত রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
মহাসচিব গুতেরেস বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছেন উল্লেখ করে বিবৃতিতে নাগরিকদের মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানানো হয়।
বিবৃতিতে ঘটে যাওয়া সহিংসতার পক্ষপাতহীন ও স্বচ্ছ তদন্ত পরিচালনার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন গুতেরেস।
মন্তব্য করুন