• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

১৫ আগস্ট : ইতিহাসে আজকের এই দিনে

আরটিভি নিউজ

  ১৫ আগস্ট ২০২৪, ০৪:৫১
১৫ আগস্ট : ইতিহাসে আজকের এই দিনে
ছবি : সংগৃহীত

আজ ১৫ আগস্ট, বৃহস্পতিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়।

ঘটনাবলি

১২৮১: জাপান আক্রমণ করতে গিয়ে কুবলাই খানের নৌবহর ঝড়ে পতিত হয়ে ধ্বংস হয়। ইতিহাসে এ ঘটনা ডিভাইন উইন্ড বা দৈব বাতাস বলে পরিচিত।
১৮৫৪: বাংলায় প্রথম রেলপথ স্থাপন।
১৮৭২: ইংল্যান্ডে প্রথম গোপন ব্যালটে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৮৭৫: ব্রিটিশবিরোধী রাজনৈতিক সংগঠন ইন্ডিয়ান লিগের জন্ম।
১৮৮৯: কলকাতায় মোহনবাগান ভিলায় মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয়।
১৯৪১: পানামা খালের আনুষ্ঠানিক উদ্বোধন।
১৯৪৭: পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ গভর্নর জেনারেল হিসেবে শপথগ্রহণ করেন।

১৯৪৭: ভারতে ব্রিটিশ শাসনের অবসান এবং ভারত স্বাধীনতা লাভ করে।
১৯৪৮: কোরীয় উপদ্বীপ বিভক্ত হয়ে দক্ষিণ কোরিয়া স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।
১৯৬০: আফ্রিকার দেশ কঙ্গো ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৬৫: ভারতে প্রথম দূরদর্শন প্রদর্শিত হয়।
১৯৭৫: সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্যের চক্রান্তে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন।
২০০৫: ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে গাজা উপত্যকা থেকে পিছু হটতে বাধ্য হয়।
২০০৬: বাংলাদেশের কাছে পরপর দুবার হোয়াইট ওয়াশ হয় কেনিয়া।
২০০৮: ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে নারীদের ১০ হাজার মিটার দৌড়ের ফাইনালে তিরুনেশ দিবাবা ২৯:৫৪.৬৬ সময়ে নতুন অলিম্পিক রেকর্ড স্থাপন করেন।

জন্ম

১৭৭১: ওয়াল্টার স্কট, স্কটল্যান্ডের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস রচয়িতা ও কবি।
১৮৭২: অরবিন্দ ঘোষ, বাঙালি রাজনৈতিক নেতা, আধ্যাত্মসাধক ও দার্শনিক।
১৮৯২: লুই দ্য ব্রয়, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী।
১৯২২: সৈয়দ ওয়ালিউল্লাহ, একজন বাঙালি কথাশিল্পী।
১৯২৬: সুকান্ত ভট্টাচার্য, বাংলা সাহিত্যের একজন কবি।
১৯৪৫: আল্যাঁ জুপে, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৪৭: রাখি গুলজার, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৫১: লায়লা আরজুমান বানু, বাংলাদেশি রাজনীতিবিদ।
১৯৬৮: আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন, বাংলাদেশি রাজনীতিবিদ।
১৯৮৯: ঈশ্বর পাণ্ডে, ভারতীয় ক্রিকেটার।

মৃত্যু

১৮৩৬: ইতালীয় নোবেল বিজয়ী লেখক গারসিয়া ডেলেডা।
১৯১০: ইসলামবিষয়ক পণ্ডিত ও ব্রাহ্মধর্ম-প্রচারক ভাই গিরিশচন্দ্র সেন।
১৯৪২: মহাত্মা গান্ধীর পারসনাল সেক্রেটারি মহাদেব দেশাই।
১৯৯৪: কবি ও সাহিত্য সমালোচক হরপ্রসাদ মিত্র।
২০২০: মুর্তজা বশীর, বাংলাদেশি প্রখ্যাত চিত্রশিল্পী।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ হাজার বছরের রহস্যময় পাতাল শহরের খোঁজ মিললো যেভাবে
বক্সিং ডে টেস্ট কী, জেনে নিন নামকরণের ইতিহাস
মেসির সংগ্রহশালায় ইতিহাস গড়া ২০ জার্সি
ইতিহাস গড়ার লড়াইয়ে শেষ হাসি ট্রাম্পের