• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

পুলিশের লুট হওয়া ৫৩৪ আগ্নেয়াস্ত্র উদ্ধার

আরটিভি নিউজ

  ১৫ আগস্ট ২০২৪, ১৬:৩৯
পুলিশের লুট হওয়া ৫৩৪ আগ্নেয়াস্ত্র উদ্ধার
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণবিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইনস থেকে লুট হওয়া ৫৩৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এক হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে আজ বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন ধরনের ৫৩৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ১০ হাজার ২১৯ রাউন্ড গুলি, ৩৫৯টি কাঁদানে গ্যাসের সেল এবং ১৪২টি সাউন্ড গ্রেনেডও উদ্ধার করা হয়।

এদিকে গতকাল বুধবার পর্যন্ত র‍্যাব ৯৭টি অস্ত্র উদ্ধারের পাশাপাশি ৬ হাজার ৫৮৫টি গোলাবারুদ ও ২৮টি ম্যাগাজিন উদ্ধার করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির দিন ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে থানা, ফাঁড়ি ও পুলিশের বিভিন্ন ইউনিটে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্ল্যাটে মিলল নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ
পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, ৬৭ জনের বিরুদ্ধে মামলা
নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
মুদি দোকানের শাটারে ঝোলানো বোমাসদৃশ বস্তু, আতঙ্কে এলাকাবাসী