• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

মিস ফায়ারে আহত সেই পুলিশ কর্মকর্তার মৃত্যু

আরটিভি নিউজ

  ১৫ আগস্ট ২০২৪, ১৬:৫৫
সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিরপুর পুলিশ লাইনসের অস্ত্রগারে মিস ফায়ার হয়ে আহত দারুসসালাম থানা সহকারী উপপরিদর্শক (এএসআই) আলামিনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আলামিন লালমনিরহাট জেলার তিস্তা উপজেলার গোকুণ্ডা কাচারীপাড়া গ্রামের মৃত বক্তার আলীর ছেলে।

জানা যায়, গত সোমবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে দারুসসালাম থানার কার্যক্রম চালু কারার জন্য মিরপুর-১৪ পিওএম পুলিশ লাইনসের অস্ত্রাগার থেকে আগ্নেয়াস্ত্র আনতে গিয়েছিলেন পুলিশ সদস্য মো. আলামিন (৩০) ও ইয়াসিন আলী (২৮)।

সেখানে অস্ত্র পরীক্ষা করার সময়ে অসাবধানতার কারণে গুলিতে আহত হন ওই দুই পুলিশ সদস্য। তবে ইয়াসীন আলী প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হলেও গুরুতর আহত আলামিনকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই হত্যাকারী পুলিশ কর্মকর্তার পক্ষে ওকালতি না করে বিচার চাইলেন আইনজীবী
সেই পুলিশ কর্মকর্তা শহিদুলকে কারাগারে পাঠানোর নির্দেশ
সেই পুলিশ কর্মকর্তা শহিদুলকে আনা হয়েছে ট্রাইব্যুনালে
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার