• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহায়তা চান পররাষ্ট্র উপদেষ্টা

আরটিভি নিউজ

  ১৫ আগস্ট ২০২৪, ১৭:০২
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহায়তা চান পররাষ্ট্র উপদেষ্টা
ছবি : সংগৃহীত

রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসনে জাপানের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পরারাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সাক্ষাত করতে এলে এ সহায়তা চান তিনি।

জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা প্রসঙ্গে তাদের সহায়তা চেয়েছি। আমি বলেছি, মিয়ানমারের সঙ্গে আপনাদের সম্পর্ক সবসময় ভালো। কাজেই আপনারা সহায়তা করুন। তারা অনেক প্রসঙ্গ তুলেছেন, আমি বলেছি ছোটোখাটো এক হাজার লোক নিয়ে গেলে তো হবে না। টেকসই একটা প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে।

তৌহিদ হোসেন বলেন, নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে। তারা যেন নিরাপদ থাকে এবং একটা অর্থনৈতিক জীবন ফলো করতে পারে। এ দুই ব্যাপারে তারা যেন আমাদের সহায়তা করে এবং পুরো আন্তর্জাতিক সম্প্রদায় যেন আমাদের এ ব্যাপারে সহায়তা করে।

তিনি বলেন, আমরা আর কোনো রোহিঙ্গাকে নিতে পারব না। পৃথিবীতে আরও অনেক দেশ আছে, মিয়ানমারের বর্ডারিং আরও দেশ আছে।

জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে আরও কী আলোচনা হয়েছে, প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। দেশটির রাষ্ট্রদূত সরকারকে স্বাগত জানিয়েছেন। আমি তাদের ধন্যবাদ জানিয়েছি এবং বলেছি, জাপান সম্পর্কে বাংলাদেশের মানুষের ভালো অনুভূতি আছে এবং সেটা তারাও জানে।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্র সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে সরকার: প্রেস সচিব
ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান 
দেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে: উপদেষ্টা নাহিদ
আমিরাতে আরও জনশক্তি নেওয়ার আহ্বান উপদেষ্টার