• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

শেখ হাসিনা উসকানি দিলে জনগণ রুখে দেবে: আসিফ মাহমুদ

আরটিভি নিউজ

  ১৬ আগস্ট ২০২৪, ০৩:৩১

শেখ হাসিনা ভারতে অবস্থান করে উসকানি মূলক বক্তব্য দিয়ে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করলে জনগণই তা রুখে দেবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে নিহত হওয়া নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা মো. আমানতের জানাজার নামাজে অংশগ্রহণ করে বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি একথা জানান।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশকে নতুন করে গড়ার কাজে এক সাথে চলবে। কোটা আন্দোলনে যারা গণহত্যা করেছে তাদের সবার বিচারও নিশ্চিত করা হবে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের অনেককে গ্রেফতার করেছে। বাকিদেরও গ্রেফতার করা হবে।

গণহত্যার মূল হোতা শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশে উস্কানিমূলক পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছাড়াই জনগণ স্বতঃস্ফূর্তভাবে তা রুখে দিয়েছে বলেও যোগ করেন তিনি।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়, পুতুল ও ববির ব্যাংক হিসাব জব্দ
শফিক রেহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা
শেখ হাসিনার জন্মদিনে নোবিপ্রবিতে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ