• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

প্রায় ১ মাস পর ট্রেন চলাচল স্বাভাবিক

আরটিভি নিউজ

  ১৭ আগস্ট ২০২৪, ১৯:১২
ফাইল ছবি

প্রায় এক মাস বন্ধ থাকার পর সারাদেশে পুরোদমে শুরু হলো ট্রেন চলাচল। শনিবার (১৭ আগস্ট) শতভাগ যাত্রী নিয়েই গন্তব্যে ছুটছে নানা রুটের ট্রেন। সময়সূচিতেও নেই কোনো বিপর্যয়। নিরাপত্তায় রেলওয়ে পুলিশকে সহায়তা দিচ্ছে সেনাবাহিনী।

তবে বন্ধ রয়েছে ভারতে যাওয়ার মৈত্রী ও মিতালি এক্সপ্রেস।

জানা গেছে, ২৭ দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার শুরু হয় আন্তঃনগর ট্রেন চলাচল। প্রথমে যাত্রী কম থাকলেও এখন পরিস্থিতি ভিন্ন। শতভাগ সিট পূরণ করেই নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন। নেই ভোগান্তিও। এমনটাই বলছেন বেশির ভাগ যাত্রী।

এ ব্যাপারে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, লোকাল, কমিউটার, আন্তঃনগর সব মিলে দিনে চলছে ৬৩ জোড়া ট্রেন। নেই যাত্রীসংকট।

তবে আন্দোলনে সময়ে ভাঙচুরের মুখে পড়া পারাবত ও জামালপুর এক্সপ্রেস বন্ধ। আর এতে প্রায় ৮০ কোটি টাকা রাজস্ব হারিয়েছে রেলওয়ে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেন্টমার্টিন থেকে ফেরার পথে জাহাজ বিকল, আটকা ৭১ যাত্রী
দুই কোটি টাকার স্বর্ণের ১৪টি বারসহ তিন ট্রেনযাত্রী আটক
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
যেখানে যাত্রী বেশি, সেখানে রেল থামবে: রেল উপদেষ্টা