• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

সাবেক অর্থমন্ত্রীর স্ত্রী-কন্যা ও ৪ এমপির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আরটিভি নিউজ

  ১৮ আগস্ট ২০২৪, ১৮:৩২
ফাইল ছবি

মালয়েশিয়ার শ্রমবাজার চক্রের অন্যতম সদস্য হিসেবে রমরমা ব্যবসার অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তার স্ত্রী-কন্যা ও আওয়ামী লীগের সাবেক চার এমপির দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযুক্তরা হলেন- আ হ ম মুস্তফা কামাল ও তার স্ত্রী কাশমেরী কামাল, মেয়ে নাফিসা কামাল, ফেনী-২ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ।

রোববার (১৮ আগস্ট) দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালয়েশিয়ার শ্রমবাজার চক্রের অন্যতম সদস্য হিসেবে রমরমা ব্যবসার অভিযোগে এ অনুসন্ধান শুরু করা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, মাত্র দেড় বছরে তাদের মালিকানাধীন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সাড়ে ৪ লাখের মতো লোক পাঠিয়ে অবৈধভাবে নেওয়া বাড়তি টাকা হাতিয়ে নেওয়া হয়। তারা প্রতারণা করে ২৪ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এরমধ্যে অতিরিক্ত ফি হিসেবে নেওয়া হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা। তাদের পাঠানো শ্রমিকরা কাজের অনুমতি না পাওয়ায় অনেককেই ফেরত আসতে হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নসরুল হামিদ ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে দুদকের মামলা
পূর্বাচলে হাসিনা পরিবারের একাধিক প্লট, দুদকের অনুসন্ধান শুরু
সাবেক দুদক কমিশনার জহুরুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত দুদকের